বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টিটা হয়ে থাকল একপেশে। যেখানে সফরকারীদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল
অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের বর্তমান পেস বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। বিষয়টি নিয়ে প্রায়ই মুগ্ধতার কথা শোনান বিভিন্ন দেশের বর্তমান-সাবেক ক্রিকেটার এবং কোচরা। সবশেষ বাংলাদেশের পেসারদের প্রশংসা করলেন পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন।
নিজেদের নতুন কোচ হিসেবে মাইক হেসনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।